দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দাবি আজিজুল বারী হেলালের।

5 days ago
VIEWS: 71

নিজস্ব প্রতিবেদক,HindusNews:

আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫

দুর্গাপূজা উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা পূজামণ্ডপের আশপাশে মেলা-মদ-গাঁজার আড্ডা বসতে দেওয়া হবে না” — এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার অপচেষ্টা মাত্র।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুলনার দিঘলিয়ার মাঝিরগাতী এ কে এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেলাল বলেন, বাংলাদেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। পূজামণ্ডপ কেবল হিন্দু সম্প্রদায়ের নয়; এটি দেশের সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। অথচ দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাদক ও অপরাধ প্রতিরোধ করা সরকারের দায়িত্ব; কিন্তু তা কোনো ধর্মীয় উৎসবের সঙ্গে যুক্ত করলে জনগণের মধ্যে ভুল বার্তা যায়। “আমরা দাবি করছি স্বরাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে এ ধরনের মন্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাইবেন। ধর্মীয় উৎসবগুলোতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব,” যোগ করেন তিনি।

আজিজুল বারী হেলাল বলেন, দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময়সূচি নির্ধারণে পুরোহিত ও পঞ্জিকার মতামতই চূড়ান্ত হওয়া উচিত, যেমন ঈদের নামাজ চাঁদ দেখেই নির্ধারিত হয়। অন্য কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

কেন্দ্রীয় এই নেতা অভিযোগ করেন, গত ৫০ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তিনি হিন্দু-মুসলিম ঐক্যের নজির স্থাপনের আহ্বান জানান এবং বলেন, “হিন্দুরা বিএনপিকে ভোট দেয় না—এই ধারণাটি ভুল। বিএনপি হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মিলনস্থল।”

এ ছাড়া স্থানীয় নানা সমস্যা, বিশেষ করে পানীয় জলের সংকট প্রসঙ্গে নেতাকর্মীদের বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

গাজীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রামপ্রসাদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল ও দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুর রহমান মিন্টু।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা বিল্লাল হোসেন, সাবেক সহ-সভাপতি বাবু সুবোধ কুমার বিশ্বাস, ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু প্রসেনজিৎ সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীর ও সাধারণ সম্পাদক মো. বাদশা গাজী।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন