
বরিশালে হরিজন সম্প্রদায়ের পুনর্বাসন দাবিতে মানববন্ধন।
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
বরিশাল নগরীর কাঠপট্টি কলোনিতে প্রায় ১৫০ বছর ধরে বসবাসরত হরিজন সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবারকে পুনর্বাসন না করে উচ্ছেদ করার পরিকল্পনার বিরুদ্ধে আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় হরিজন সম্প্রদায়।
শনিবার (তারিখ) দুপুরে বরিশাল শহরের আশ্বিন কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, কয়েক প্রজন্ম ধরে বসবাসের পরও এই মানুষগুলো এখনো স্থায়ী আবাসনের নিশ্চয়তা পাননি। অথচ সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তর পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই উচ্ছেদের পরিকল্পনা করেছে, যা অমানবিক।
বক্তারা অভিযোগ করেন, হরিজন সম্প্রদায়ের মানুষরা বছরের পর বছর ধরে শহরের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য রক্ষায় কাজ করছেন। অথচ আজও তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত। ঘরবাড়ি থেকে উচ্ছেদ করলে এই পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়ে যাবে।
সমাবেশে বক্তারা বলেন, “এ লড়াই হরিজনদের একার নয়, এ লড়াই আমাদের সবার।” নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ সব সচেতন মানুষকে হরিজন সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা সরকারের কাছে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই যে কোনো উন্নয়ন বা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের সদস্য, ছাত্র-যুবকরা সংহতি প্রকাশ করেন।