
দেবীদুর্গা প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন নাটোরের মৃৎশিল্পীরা
নিজস্ব প্রতিবেদক,HindusNews :
শারদীয় দুর্গোৎসব যত ঘনিয়ে আসছে, ততই জেগে উঠছে নাটোর জেলার মৃৎশিল্পীদের কর্মচাঞ্চল্য। জেলার নানা প্রান্তে এখন চলছে দেবীদুর্গা প্রতিমা তৈরির ধুম। খড়, মাটি ও শিল্পকলার নিপুণ ছোঁয়ায় গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গা ও তাঁর পরিবারের প্রতিমা, যা আগামী মাসে পূজা মণ্ডপে প্রতিষ্ঠিত হবে।
নাটোর শহর ছাড়াও লালপুর, বাগাতিপাড়া, সিংড়া, বড়াইগ্রামসহ বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে অস্থায়ী কর্মশালা। এখানে পারিবারিক পেশার উত্তরসূরি ও নবীন শিল্পীরা সমানতালে কাজ করছেন। কাঠামো তৈরি, মাটির প্রলেপ, মুখমণ্ডল গড়া, রং ও সাজসজ্জা—প্রতিটি ধাপে চলছে সমান তৎপরতা।
স্থানীয় মৃৎশিল্পী প্রদীপ পাল হিন্দুসনিউজকে বলেন, “সারা বছর অপেক্ষা করি এই সময়টার জন্য। দুর্গাপূজা ঘিরেই আমাদের সবচেয়ে বড় কাজ হয়। নাটোর ছাড়াও পাশের জেলা থেকে অর্ডার পেয়েছি। কাজের চাপ অনেক, তবে আনন্দও আছে।”
তবে আনন্দের সঙ্গে রয়েছে চ্যালেঞ্জও। মৃৎশিল্পীরা জানিয়েছেন, প্রতিমা তৈরির কাঁচামালের দাম বেড়ে গেছে—বিশেষ করে বাঁশ, খড় ও মাটি। পরিবহন খরচও বেড়েছে। তবুও ঐতিহ্য ধরে রাখতে ও পূজার আনন্দে মানুষকে সম্পৃক্ত করতে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে।
প্রতিমা তৈরির পাশাপাশি এখন পূজা মণ্ডপ নির্মাণের কাজও শুরু হয়েছে নাটোরের বিভিন্ন পূজা উদ্যাপন কমিটিগুলোর উদ্যোগে। প্রতিমার অগ্রগতি দেখে শহর ও গ্রামে এখন থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
নাটোরের মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় এবারের দুর্গাপূজায়ও গড়ে উঠছে দেবীদুর্গার অপরূপ প্রতিমা। তাঁদের পরিশ্রম, নিষ্ঠা ও সৃজনশীলতা ছাড়া দুর্গাপূজার মতো উৎসব পূর্ণতা পায় না। এই শিল্পীরা শুধু প্রতিমা নয়, গড়ে তুলছেন বাঙালির আবেগ, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতিচ্ছবি।