
দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ, রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়।
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর বাংলাদেশ ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এই অনুমোদন শর্তসাপেক্ষে দেওয়া হয়েছে, যাতে দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বিঘ্নিত না হয়।
প্রতিবছরই দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানি করা হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের চাহিদা বেশি। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আগ্রহী রপ্তানিকারকরা ১১ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন হার্ড কপিতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে থাকতে হবে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি (Export Registration Certificate), আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় নথি।
সরকারি আদেশে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে যারা আগাম আবেদন করেছেন, তাদেরও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।
অনুমোদিত পরিমাণ গত বছরের অর্ধেক
গত বছর দুর্গাপূজার আগে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। পরে অনুমোদন হ্রাস করে শেষ পর্যন্ত ২,৪২০ টন অনুমোদন দেওয়া হয়। এবারের অনুমোদন মাত্র এর অর্ধেক। গতবার সব মিলিয়ে ৪৯টি প্রতিষ্ঠানকে রপ্তানির সুযোগ দেওয়া হয়েছিল।
অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না। অনুমতি হস্তান্তর বা সাব-কন্ট্রাক্টের মাধ্যমে রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার যেকোনো সময় এই রপ্তানি বন্ধ করার ক্ষমতা রাখে।
বিশেষজ্ঞরা মনে করছেন, শীতকালীন উৎসব এবং পশ্চিমবঙ্গে বাঙালিদের দুর্গাপূজা আয়োজনকে কেন্দ্র করে এই ধরনের রপ্তানি বাংলাদেশের জন্য কৌশলগত অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। তবে এই বছর অনুমোদিত পরিমাণ কম হওয়ায় রপ্তানিকারক এবং স্থানীয় বাজারের মাঝে সরবরাহ ও মূল্য ওঠানামা নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।