
চলে গেলেন লালনকন্যা খ্যাত বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
লালনকন্যা খ্যাত বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই। আজ শনিবার রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছিল, তার রক্তচাপ আশঙ্কাজনক কম এবং সংক্রমণ বেড়ে যাওয়ায় জ্ঞানও কমে গিয়েছিল।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফরিদা পারভীনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, "তার প্রয়াণে দেশের সংগীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। লালনগীতি এবং বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তার কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগই নয়, সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছে। তার শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে। আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।"
ফরিদা পারভীনের জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায়। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে তিনি তার পেশাদার সংগীতজীবন শুরু করেন। নজরুলগীতি ও দেশাত্মবোধক নানা ধরনের গান করেছেন। তবে মূলত তিনি লালন সাঁইয়ের গান গেয়ে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন।
শিল্পীজীবনে তার অর্জনের মধ্যে উল্লেখযোগ্য, ১৯৮৭ সালে একুশে পদক প্রাপ্তি এবং ১৯৯৩ সালে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পান।