
কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় প্রদর্শনী হলো ‘দ্য বেঙ্গল ফাইলস’!
বিনোদন ডেক্স :
পশ্চিমবঙ্গে মুক্তি না পেলেও দীর্ঘ বিতর্কের পর, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে ন্যাশনাল লাইব্রেরিতে প্রথমবার প্রদর্শিত হল বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’।
১৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের ন্যাশনাল লাইব্রেরির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনের অডিটোরিয়ামে প্রদর্শনী হয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। এতে হাইকোর্টের নির্দেশে কড়া নিরাপত্তা মোতায়েন ছিলো কেন্দ্রীয় বাহিনী।
প্রদর্শনীতে কেবল আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকতে পেরেছিলেন এই বিশেষ প্রিমিয়ার শো-এ।
উপস্থিত ছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী-প্রযোজক পল্লবী যোশী ছাড়াও বিজেপির আরও অন্যান্য কর্মকর্তারা। পরিচালক এবং প্রযোজক দুজনেই ছবির প্রকাশ এবং প্রদর্শনীকে সফল করার জন্য খোলা হাওয়া-কে ধন্যবাদ জানান।
‘দ্য বেঙ্গল ফাইলস’ হলো ১৯৪৬ সালের কলকাতা হিন্দু গণহত্যা নিয়ে। সিনেমায় সাম্প্রদায়িক হিংসার ইতিহাসকে তুলে ধরা হয়েছে।
প্রথমে শহরের একটি বড় সিনেমা হল চেইন ট্রেলার লঞ্চ বাতিল করে দেয়। এরপর পাঁচতারা হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানের মাঝপথে পুলিশি হস্তক্ষেপে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এই ঘটনাগুলোর কারণে পরিচালক অগ্নিহোত্রী এবং পল্লবী যোশী অভিযোগ করেন, রাজনৈতিক চাপ এবং ভয় দেখানোর মাধ্যমে ছবির ওপর “অঘোষিত নিষেধাজ্ঞা” চালাচ্ছে রাজ্য সরকার। পল্লবী যোশী এই অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদনও করেন।
আজকের প্রদর্শনীর আয়োজন করেছে ‘খোলা হাওয়া’, বিজেপি-ঘনিষ্ঠ একটি সামাজিক-সাংস্কৃতিক মঞ্চ।
সংগঠনের সভাপতি ও বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য স্বপন দাশগুপ্ত জানান, প্রিমিয়ারের জন্য প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “এটি একটি ব্যক্তিগত, আমন্ত্রণভিত্তিক প্রদর্শনী, কোনো প্রকাশ্য অনুষ্ঠান নয়। যদি কোনও বাধা আসে, তা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া দিলেন সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেন, “এটা খুবই আনন্দের বিষয় যে আজ এই ছবিটি জাতীয় গ্রন্থাগারে দেখানো হচ্ছে। কিন্তু একই সাথে এটা খুবই দুঃখজনক বিষয় যে, এটি বাংলার উপর ভিত্তি করে তৈরি হওয়া সত্ত্বেও আজ রাজ্যের মানুষকে ছবিটি দেখতে বাধা দেওয়া হচ্ছে।”