
রাউজানের গঙ্গা মন্দিরে ভোগঘরে তালা ! আটকে পড়লেন দুই ব্রাহ্মণসহ কয়েকজন ভক্ত!
চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী গঙ্গা মন্দিরে শনিবার (১৪ সেপ্টেম্বর) মাসিক পূজা অনুষ্ঠানের সময় এক চরম অমানবিক ঘটনা ঘটেছে। স্থানীয় হানিফের স্ত্রী ও ছেলে মন্দিরে প্রবেশ করে হঠাৎ করে ভোগঘরে তালা লাগিয়ে দেন। এ সময় ভেতরে থাকা ৩–৪ জন ভক্ত তালাবদ্ধ হয়ে পড়েন, যাদের মধ্যে দুইজন ব্রাহ্মণও ছিলেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে মন্দির প্রাঙ্গণে উপস্থিত অন্যান্য ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তালাবদ্ধ ভোগঘর খুলে ভক্তদের মুক্ত করেন।
মন্দিরের ভক্তবৃন্দ ও স্থানীয় সনাতনী সমাজ এই ঘটনাকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ও ‘পবিত্র অনুষ্ঠানে গুরুতর বিঘ্ন’ বলে আখ্যায়িত করেছেন। তারা অভিযোগ করেন, গঙ্গা মন্দির রাউজানের একটি প্রাচীন তীর্থস্থান, যেখানে শত শত ভক্ত নিয়মিত পূজা-অর্চনা করতে আসেন। এমন ঘটনার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা হতে পারে বলে তাদের আশঙ্কা।
সনাতনী সমাজের নেতৃবৃন্দ অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের প্রতি কঠোর হস্তক্ষেপের আহ্বান জানান, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।