
বামুটিয়ায় দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ! স্থানীয়দের ক্ষোভ, পুলিশের তদন্ত শুরু
HindusNews ডেস্ক :
পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া এলাকায় আসন্ন শারদীয় দুর্গোৎসবের ঠিক আগমুহূর্তে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে বামুটিয়ার কালীবাজার সংলগ্ন মৃৎশিল্পী তপন সরকারের গুদামে রাখা তিনটি দুর্গা প্রতিমা ও একটি কালী প্রতিমা দুর্বৃত্তরা ভাংচুর করে।
শিল্পী তাপন সরকার ও তাঁর সহযোগীরা শুক্রবার সকালে এসে প্রতিমাগুলোর ভাঙা অবস্থা দেখতে পান।
তিনি বলেন, “এত বছরের প্রতিমা বানানোর অভিজ্ঞতায় এমন ঘটনা আগে ঘটেনি। আমরা কারও সঙ্গে কোনো ব্যক্তিগত দ্বন্দ্বে নেই। বুঝতে পারছি না কেন এভাবে প্রতিমাগুলো নষ্ট করা হলো।”
এই ঘটনায় প্রায় ২–২.৫ লাখ রুপির আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সময় কম থাকায় নতুন করে প্রতিমা বানানো নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় পূজা উদযাপন কমিটি, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করেছে।
অন্যদিকে, বামুটিয়া পুলিশ ফাঁড়ি ও পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দোষীদের শনাক্ত করতে সবরকম চেষ্টা চলছে।
এই ঘটনার কারণে পূজার পূর্বপ্রস্তুতি ও উৎসবের পরিবেশে আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা ও প্রশাসনের পক্ষ থেকে শান্তি ও সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।