
"আমি শিবভক্ত, লাঞ্ছনার বিষ গিলে ফেলব "— নরেন্দ্র মোদি
HindusNews আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (১৩ সেপ্টেম্বর) আসামের দারাংয়ে এক জনসভায় বলেন, আমি ‘ভগবান শিবের ভক্ত’ এবং রাজনৈতিক বিরোধীদের মৌখিক লাঞ্ছনা তিনি “বিষ গিলে” সহ্য করবো।
মোদির অভিযোগ, বিহারের একটি মঞ্চ থেকে কংগ্রেস ও আরজেডি নেতারা তার মা প্রয়াত হীরাবেন মোদির বিরুদ্ধে গালি দিয়েছেন।
তিনি বলেন,
> “বিহারে, আরজেডি-কংগ্রেস মঞ্চ থেকে আমার মাকে উদ্দেশ্য করে গালি ব্যবহার করা হয়েছে। এটি কেবল আমার মাকেই নয়, ভারতের প্রতিটি মা ও বোনকে অপমান করেছে।”
মোদির আরও মন্তব্য,
> “গণমানুষই আমার ঈশ্বর। আমি যদি তাদের সামনে আমার কষ্ট প্রকাশ না করি, তাহলে কোথায় করব? তারা আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল।”
প্রসঙ্গত, মোদির মা হীরাবেন ১০০ বছর পূর্ণ করার পর মৃত্যুবরণ করেন। রাজনৈতিক কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তাকে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে। মোদি এই ঘটনার প্রসঙ্গে মানবিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে ক্ষোভ প্রকাশ করেছেন এবং জনগণের প্রতি তার আস্থা ও ভক্তি পুনর্ব্যক্ত করেছেন।
মোদির এই বক্তব্যকে রাজনৈতিক মহলে ব্যাখ্যা করা হচ্ছে যে, তিনি ব্যক্তিগত আঘাত ও রাজনৈতিক আক্রমণ উভয়কেই সহ্য করার মানসিকতা দেখিয়েছেন এবং তার ভক্তি ও নৈতিকতা এখনও অটুট রয়েছে।