বান্দরবানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাত উপজেলার সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
অর্পন কর্মকার,বান্দরবান জেলা প্রতিনিধি, HindusNews:
সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শামীম আরা রিনি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বত্য জেলা শাখার আমীর এস এম আবদুচ ছালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ বান্দরবানের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্গোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পুলিশ, র্যাব, বিজিবি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন।
এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, এবারের শারদীয় দুর্গাপূজা বান্দরবানে সুন্দরভাবে উদযাপনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি সনাতনী স্বেচ্ছাসেবকদের নিয়োগ নিশ্চিত করা হবে। পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবে ভ্রান্ত না হওয়ারও নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক সকলকে সুন্দরভাবে পূজা উদযাপন করার জন্য এবং প্রয়োজনে পুলিশ সহায়তা গ্রহণের আহবান জানান।
প্রসঙ্গত, এবছর বান্দরবানে শারদীয় দুর্গাপূজা আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে শুরু হবে। পাঁচ দিনের নানা ধর্মীয় অনুষ্ঠান ও আচার অনুষ্ঠান শেষে ২রা অক্টোবর বিজয়া দশমীর দিন পূজা ও অঞ্জলির পর নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।