জুড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

4 days ago
VIEWS: 42

শান্ত পাল, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, HindusNews:

আসন্ন শারদীয় দুর্গোৎসব–২০২৫ উদযাপনকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জুড়ী থানা। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোরশেদুল আলম ভূঁইয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা)। তিনি পূজা উপলক্ষে কোন প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

মতবিনিময় সভায় জুড়ী উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র–শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এ বছর জুড়ী উপজেলায় মোট ৭৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও পূজা কমিটিগুলোকেও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন