

চকরিয়া থানা হেফাজতে সরকারি কর্মচারী দূর্জয় চৌধুরী হত্যাকাণ্ডে সাবেক ওসি ও প্রধান শিক্ষিকাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
হৃদয় দাশ, কক্সবাজার জেলা প্রতিনিধি,HindusNews :
চকরিয়া থানায় হেফাজতে সরকারি কর্মচারী দূর্জয় চৌধুরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি গ্রহণের নির্দেশ দিয়েছেন মাননীয় জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার।
গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাবেক চকরিয়া থানার ওসি ও একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ মোট ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী অভিযোগ করেন, সরকারি দায়িত্বে নিয়োজিত থাকা সত্ত্বেও দূর্জয় চৌধুরীকে অবৈধভাবে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দীর্ঘ শুনানির পর আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে চকরিয়া থানায় রুজু করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫–এর মধ্যে মামলাটি নিয়মমাফিক রুজু করে আদালতকে অবহিত করতে কক্সবাজার জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র অ্যাডভোকেট রবীন্দ্র দাশ রবি। তিনি জানান, “মাননীয় আদালত ন্যায়বিচারের স্বার্থে অত্যন্ত গুরুত্ব সহকারে মামলাটি গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা আশা করছি মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে।”
স্থানীয় সচেতন মহল ও দূর্জয় চৌধুরীর সহকর্মীরা আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।