
ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে প্রাণ গেল হিন্দু যুবকের!
খুলনা প্রতিনিধি, HindusNews :
খুলনার বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া (প্রেমকানন) এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় অজিত ঢালীর ছেলে হৃদয় ঢালী (বয়স আনুমানিক ২২) নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হৃদয় ঢালী প্রতিদিনের মতো ঘুমাচ্ছিলেন। হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।
এর কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা জানিয়েছেন, হৃদয় ঢালী একজন শান্ত স্বভাবের তরুণ ছিলেন। হঠাৎ এভাবে মৃত্যুর ঘটনায় সবাই হতবাক ও মর্মাহত।
প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে এবং বর্ষাকালীন সময়ে বিশেষ করে গ্রামীণ এলাকায় সাপের উপদ্রব থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।