
মনিরামপুরে টিউবওয়েলের পাশে কাদায় পড়ে হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
যশোর জেলার মনিরামপুর থানার বাহিরডাঙ্গা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্থানীয় বাসিন্দা বাবু পবিত্র অধিকারীর ছেলে জয় অধিকারী (বয়স আনুমানিক ১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, জয় অধিকারী বাড়ির টিউবওয়েলের পাশে পানি আনতে গিয়েছিলেন। হঠাৎ পা পিছলে তিনি টিউবওয়েলের পাশে কাদায় পড়ে যান। জয় দীর্ঘদিন ধরে মৃগী (এপিলেপসি) রোগে ভুগছিলেন। পড়ে যাওয়ার পর মৃগীর আক্রমণ ও কাদায় মুখ ডুবে থাকার কারণে তিনি আর নিজে থেকে উঠতে পারেননি এবং দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা কিছুক্ষণ পরে এসে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনাস্থলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।