
কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বরুপদহ পালপাড়া এলাকায় নির্মানাধীন দূর্গা প্রতিমা ভাঙচুর!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া সার্বজনীন পূজা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, প্রতিমা নির্মাণে দায়িত্বরত কারিগররা সেদিন সন্ধ্যায় মন্দিরের বাইরে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে ভাঙচুর চালায়। তারা দুর্গাপ্রতিমার দুইটি কার্তিক মূর্তির হাত ও মাথা এবং সরস্বতীর হাত ভেঙে ফেলে। পাশাপাশি মন্দিরের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফুটেজও নিয়ে যায়।
ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং বৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে। রাত ৯টার দিকে স্থানীয়রা মন্দিরে এসে ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান, র্যাব১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম), কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো. হাসান ইমামসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন—এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে মন্দির এলাকায় নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।