
দুই মাসের সংসার ভেঙে কারাগারে নববিবাহিত যুবক, জয়পুরহাটে প্রেমবিয়ে নিয়ে চাঞ্চল্য
অর্পন দাস | জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রুনিহালি গ্রামের শিক্ষার্থী দীপা রানী দাস এবং গাজীপুর জেলার চতর ছোট বাড়ির যুবক প্রমিজ চন্দ্র মন্ডল দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্কের পর গত ৭ জুলাই ২০২৫ ইং তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রেমভিত্তিক এই বিয়ে উভয় পরিবারকে অবগত করেই সম্পন্ন হয় বলে জানা গেছে।
বিয়ের পর প্রায় দুই মাস তারা সুখে-শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করলেও, দীপার পরিবার এই বিয়ে মেনে নেয়নি। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই দীপার পরিবার তাদের ওপর চাপ প্রয়োগ করছিল সম্পর্ক বিচ্ছেদের জন্য। এরই ধারাবাহিকতায় দীপার মা-বাবা গাজীপুরে অবস্থানরত প্রমিজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর গাজীপুর থেকে প্রমিজ চন্দ্র মন্ডলকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে স্ত্রী দীপা রানী দাসকে তার পিতার জিম্মায় তুলে দেওয়া হয়। বর্তমানে প্রমিজ জয়পুরহাট জেলা কারাগারে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে স্বাভাবিক প্রেমবিয়ের পরিণতি হিসেবে দেখলেও, আইনি জটিলতায় একজন প্রাপ্তবয়স্ক যুবকের এভাবে কারাগারে যাওয়াকে অনেকে প্রশ্নবিদ্ধ করছেন।
বাংলাদেশ হিন্দু যুব পরিষদ, জয়পুরহাট জেলা শাখা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রমিজ চন্দ্র মন্ডলের আইনি সহায়তা প্রদান করছে এবং পাশাপাশি মেয়ের পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোঁজার চেষ্টাও চলছে।
আজ সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে, প্রমিজ চন্দ্র মন্ডলের জামিন আবেদন চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। জামিন মঞ্জুর হলে দীপার সঙ্গে পুনরায় যোগাযোগ ও একত্রে বসবাসের বিষয়ে আইনিভাবে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।