
অস্ট্রেলিয়ায় শারদোৎসবের প্রস্তুতিতে দেদার খাওয়াদাওয়া ও আড্ডা, প্রবাসে উৎসবের আমেজ চরমে
সিডনি প্রতিনিধি,:
অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রবাসী বাঙালিদের মধ্যে শুরু হয়েছে শারদোৎসবের জোর প্রস্তুতি। পুজোর আর মাত্র কিছুদিন বাকি, আর তার আগেই প্রবাসের মাটিতে জমে উঠেছে খাওয়াদাওয়া, আড্ডা আর রিহার্সালের ধুম।
সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ সহ একাধিক শহরে বাঙালি কমিউনিটির উদ্যোগে আয়োজন করা হচ্ছে দুর্গাপুজোর। মণ্ডপসজ্জা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া—সবকিছুতেই রয়েছে উৎসবের ছোঁয়া।
প্রতিটি পূজামণ্ডপেই চলছে খাবারের স্টল, ঢাকের তালে তালে নাচের প্রস্তুতি, আর সন্ধ্যায় ঘরোয়া আড্ডা—সব মিলিয়ে প্রবাসেও যেন ফিরেছে কলকাতার সেই চেনা পুজোর আমেজ।
স্থানীয় সংগঠনের সদস্যরা জানাচ্ছেন, “এটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, আমাদের সংস্কৃতি, আমাদের আবেগ। তাই প্রবাসেও এই উৎসবটা আমরা প্রাণভরে উপভোগ করতে চাই।”
প্রবাসী বাঙালিদের জন্য দুর্গাপুজো শুধু মায়ের আগমনের আনন্দ নয়, বরং একত্র হওয়ার, মিলেমিশে উদযাপন করার এক বড় উপলক্ষ।