ড. কুশল বরণ চক্রবর্তীকে হত্যার হুমকি ! উদ্বেগ–আতঙ্ক ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে

3 days ago
VIEWS: 253

নিজস্ব প্রতিবেদক, HindusNews:

শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে দেশের বিভিন্ন প্রান্তে যখন সনাতন ধর্মাবলম্বীরা পূজার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ও সনাতনী অধিকার রক্ষার প্রিয় মুখ ড. কুশল বরণ চক্রবর্তীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে প্রকাশ্যে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেই এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

ড. কুশল বরণ চক্রবর্তী দীর্ঘদিন ধরে সনাতনীদের অধিকার আদা ও তাদের উপর হওয়া বিভিন্ন হামলা ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন।

অনুমান করা হচ্ছে, একারণেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিদ্বেষ ও তাকে খুন করার হুমকি দেয়া হচ্ছে।

এ ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ এ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে এক হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উসকানিমূলক পোস্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন