
বড়হাতিয়া লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে বিগ্রহের স্বর্ণের মুকুট ও চেইন চুরি!
অর্পণ কর্মকার | বান্দরবান জেলা প্রতিনিধি, HindusNews:
চট্টগ্রামের লোহাগাড়া থানার সেনেরহাট উত্তর বড়হাতিয়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম থেকে ভক্ত সেজে স্বর্ণের মুকুট ও চেইন চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকেল আনুমানিক ১২টার দিকে প্রতিদিনের মতো মন্দিরে হাজারো ভক্তের সমাগম চলাকালীন সময়ে সুযোগ বুঝে ভক্ত সেজে আসা অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহে থাকা দুই ভরিরও বেশি ওজনের স্বর্ণের মুকুট ও একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়।
সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃপানন্দ ব্রহ্মচারী মহারাজ পূজা-অর্চনার জন্য মূল মন্দিরে প্রবেশ করলে চুরি হওয়ার বিষয়টি প্রথম লক্ষ্য করেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অসংখ্য ভক্ত মন্দির প্রাঙ্গণে অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। রাত ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া স্বর্ণালঙ্কারের কোনো হদিস মেলেনি এবং মন্দিরে হাজারো ভক্তের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, সেবাশ্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপিত না থাকায় ভক্তদের ভিড়ের সুযোগে চোরেরা সহজেই এই নিন্দনীয় কাজটি করতে সক্ষম হয়।
চুরি হওয়া স্বর্ণের মুকুট ও চেইনের বিষয়ে নিশ্চিত করে শ্রীমৎ কৃপানন্দ ব্রহ্মচারী মহারাজ জানান—
> “এটি আমাদের সেবাশ্রমের জন্য খুবই দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় ভক্তরা দ্রুত চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারে প্রশাসনের আশু সহযোগিতা কামনা করেছেন।