
আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক
সবুজ দত্ত, ঢাকা:
আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পূজামন্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার, কথা বলার সুযোগ হয়।’ এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান তিনি।
হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারেরও বেশি পূজা মন্ডপ বেড়েছে। সারাদেশে পূজা মন্ডপ প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পূজা উদযাপনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, ‘ধর্ম উপদেষ্টা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, মন্দির পরিদর্শন করেন। পূজা উৎসব সফল করতে প্রশাসন সহযোগিতা করছে এবং আমরা আশা করি, গত বছরের মতো এবছরও নির্বিঘ্নে পূজা উদযাপন হবে।’
এই সময় মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জায়গা বরাদ্দ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক ঘটনা। আপনাকে বিশেষ ধন্যবাদ।’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ‘গত বছর দুর্গাপূজায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে আপনি বলেছিলেন, নিরাপত্তা বাহিনী দিয়ে কড়া পাহারা বসিয়ে পূজা হবে এমন দেশ আমরা চাই না। এমন বক্তব্য কখনো শোনা যায়নি, যা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে বলেন, ‘আপনি দায়িত্বে থাকাকালীন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছেন।’
বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ধর্ম মন্ত্রণালয় সকল ধর্মের প্রতিনিধিত্ব করে। আমরা কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করতে সহযোগিতা করছি।’
প্রধান উপদেষ্টা সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্রের সুযোগ সৃষ্টি না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সচিব দেবেন্দ্র নাথ উঁরাও, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাআনন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে এবং অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ।