
এিনাথ ঠাকুরের নাম কীর্তন ঘরেঘরে শিবচরে ভক্তিময় পরিবেশে দিনব্যাপী ধর্মীয় আয়োজন
সাগর কর্প্রমকার,তিনিধি, শিবচর (মাদারীপুর) :
মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় গভীর ভক্তি ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে এিনাথ ঠাকুরের নাম কীর্তন। দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে ভক্তরা অংশ নেন ভজন, কীর্তন, শাস্ত্র পাঠ ও মহামন্ত্র জপে।
অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তরা জানান, এিনাথ ঠাকুরের নাম কীর্তন তাদের আত্মিক প্রশান্তি, ভক্তির দৃঢ়তা ও জীবনের পুণ্যময় পথের দিশা দেয়। নানা বয়সের ভক্তরা এই আয়োজনে অংশ নিয়ে পরিবেশিত কীর্তন ও ধর্মীয় সংগীতে মুগ্ধ হন।
পূজামণ্ডপ ও আশপাশের এলাকা ছিল ধূপ-প্রদীপ, ফুল ও আলোকসজ্জায় সজ্জিত। কোথাও পরিবেশিত হয়েছে মহাপ্রসাদ, কোথাও আবার হয়েছে গণসংকীর্তন।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও সামাজিক সম্প্রীতি, শান্তি এবং ধর্মীয় ভক্তির পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই কীর্তন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মহামিলনক্ষেত্র।
পূজা ও কীর্তন ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে এিনাথ ঠাকুরের স্মরণে আয়োজিত এ পবিত্র নাম কীর্তনের।