
এবার ভারতে শাঁখা-নোয়া পরে পরীক্ষার হলে ঢুকতে বাঁধা!
অনলাইন ডেক্স :
এসএসসি পরীক্ষার পরীক্ষার হলে ঢোকার সময় পরীক্ষার্থীদের হাত থেকে শাঁখা-নোয়া খুলতে বাধ্য করা হয়। এই সময় শাঁখা-নোয়া খুলতে নারাজ এক পরীক্ষার্থী পরীক্ষা না দিয়েই বাড়ি চলে যায়।
এই ঘটনাটি ঘটে ১৪ সেপ্টেম্বর রবিবার ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভা ব্লকে অবস্থিত কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে।
এসএসসি সূত্র খবর,পরীক্ষার (SSC Exam) আগে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনওরকম ধাতব বস্তু নিয়ে হলে প্রবেশ করা যাবে না। বিবাহিত মহিলাদের শাঁখা, পলা, নোয়া খুলে ঢোকার নির্দেশও দেওয়া হয়। কড়া নিরাপত্তায় রবিবারের পরীক্ষায় সেই নিয়ম মানতে বলা হলেও এক নববধূ পরীক্ষার্থী তাতে রাজি হননি বলে জানা যায়। নতুন বিবাহিত, হাতের নোয়া খুলব না, বলে পরীক্ষা না দিয়ে চলে গেলেন এসএসসি পরীক্ষার্থী।
বিবাহিত মহিলা পরীক্ষার্থীর দাবি নোয়া খুলবনা , তাতে তাদের পরীক্ষা না দিতে হয় দেব না। তিনি আরও বলেন, “সবে এক মাস বিয়ে হয়েছে আমার। এখন বলছে নোয়া খুলে ফেলতে, সেটা হয় নাকি? পরীক্ষা দেবই না।”