
নেত্রকোনায় কান্দুলিয়া কালীবাড়ি পূজামণ্ডপে নির্মানাধীন দুটি প্রতিমা ভাঙচুর, স্থানীয়দের ক্ষোভ!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
নেত্রকোনা জেলা সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ি পূজামণ্ডপে দুটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পূজামণ্ডপ কমিটি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটা থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ছয়টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কয়েক দিন ধরে প্রতিমাশিল্পীরা অস্থায়ী দুর্গামণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছিলেন। মাটির কাজ শেষ হওয়ার পর তাঁরা প্রতিমাগুলো ত্রিপল ও কাপড় দিয়ে ঢেকে রাখেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে স্থানীয়রা গিয়ে দেখতে পান, দুটি প্রতিমা—কার্তিকের ডান হাত মোচড়ানো ও অসুরের বাঁ হাত ভাঙা অবস্থায় রয়েছে। এ ছাড়া অসুরের গলার অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্দির কমিটির সভাপতি মিন্টু রায় বলেন, “সোমবার রাত তিনটা থেকে আজ সকাল ছয়টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এ কাজ করেছে। প্রতিমাগুলোর এখন শুধু রং করা বাকি ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। তাঁরাও আমাদের এই পূজায় সার্বিকভাবে সহযোগিতা করেন। এবার পূজার আয়োজন না করতে চাইলেও স্থানীয় মুসলিম ভাইয়েরা আমাদের উৎসাহিত করেছেন।”
এ ঘটনায় কান্দুলিয়া গ্রামের বাসিন্দা দেওয়ান মঞ্জু বলেন, “এ কাজ যে–ই করে থাকুক, আমরা চাই তাঁকে বা তাঁদের আইনের আওতায় আনা হোক। মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙচুর অন্যায়। এখানে আমরা যেকোনো ধর্মীয় উৎসবে মিলেমিশে আনন্দ করি।”
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঙ্গলবার বেলা একটার দিকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।