
হবিগঞ্জের ধান ব্যবসায়ী কৃতিষ দাশের মরদেহ মিলল জাফলংয়ে!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাঁঠালিয়া গ্রামের বিশিষ্ট ধান ব্যবসায়ী কৃতিষ দাশের মরদেহ জাফলংয়ে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন কৃতিষ দাশ। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকেন। আজ মঙ্গলবার সকালে সিলেটের জাফলং এলাকায় পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৃত কৃতিষ দাশের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে ধান ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন কোথাও না কোথাও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্যাতন, ধর্ষণ, দোকানপাট ভাঙচুর, লুটপাটের শিকার হচ্ছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় নিরব ভূমিকা পালন করছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সমাজকর্মীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।