
রাঙ্গুনিয়ায় নিখোঁজ নয়ন আচার্যের লাশ ধানক্ষেত থেকে উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর ধানক্ষেত থেকে নয়ন আচার্য (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার উত্তর পারুয়া এলাকার ডিসি সড়কের পাশে একটি ধানক্ষেতে এ লাশ পড়ে থাকতে দেখা যায়।
নিহত নয়ন আচার্য একই এলাকার মৃত ননী গোপাল আচার্যের ছেলে। তিনি পেশায় একজন সেলসম্যান ছিলেন এবং রানীরহাট এলাকায় একটি সিগারেট (মেরিজ) কোম্পানিতে চাকরি করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি সাইকেলযোগে রানীরহাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাত আড়াইটার দিকে স্থানীয়রা পারুয়া ডিসি সড়কের পাশে একটি ধানক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তার লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখনও পর্যন্ত নয়ন আচার্যের মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি পরিবার বা স্থানীয়রা। ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।