
সামাজিক যোগাযোগমাধ্যমে টিম্পল পালের বিরুদ্ধে ঘৃণামূলক পোস্ট ও হত্যার হুমকি!
নিজস্ব প্রতিবেদক,HindusNews :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে সনাতনী সংগঠক টিম্পল পালকে হত্যার হুমকি ও ঘৃণামূলক মন্তব্যের অভিযোগ উঠেছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইলে তার বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষায় পোস্ট করা হয়েছে, যা নাগরিক সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
একটি পোস্টে দাবি করা হয় যে ঢাকার শ্যামলী দারুসসালামে মুসলিম মালিকানাধীন জমি দখল করে অশ্বত্থ গাছকে মন্দির হিসেবে দাবি করা হয়েছে এবং খিলক্ষেতে সরকারি জমিতে মন্দির নির্মাণ হয়েছে। ওই পোস্টে এসব অভিযোগের সঙ্গে টিম্পল পালের নাম জড়িয়ে তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয় এবং সহিংসতার আহ্বান জানানো হয়।
এসময় তাকে "বিষধর সাপ" নামে অভিহিত করা হয়।
মানবাধিকারকর্মীরা বলছেন, এমন ভাষা ও হুমকি শুধু ব্যক্তির নিরাপত্তার জন্য নয়, সামগ্রিকভাবে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
তারা দাবি করেছেন, যেকোনো বিরোধের ক্ষেত্রে আইন ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে, সহিংসতার পথে না গিয়ে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে আইন বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কারও প্রতি হত্যার হুমকি দেওয়া বা ঘৃণামূলক বক্তব্য প্রচার করা দণ্ডনীয় অপরাধ এবং তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা সবাইকে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দ্রুত তদন্ত করার আহ্বান জানিয়েছেন।