
ফরম পূরণের টাকা দিতে না পারায় দিনাজপুরে হিন্দু কলেজছাত্রীর আত্মহত্যা!
নিজস্ব প্রতিবেদক,HindusNews :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অর্থাভাবে কলেজ ফরম পূরণ করতে না পারায় ঋতু দেব শর্মা (২৩) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বাজনিয়া গ্রামের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ঋতু দেব শর্মা বাজনিয়া গ্রামের তারাপদ দেব শর্মার মেয়ে এবং দিনাজপুর কেবিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঋতু কলেজে ফরম পূরণের জন্য বাবার কাছে ১২ হাজার টাকা চান। কিন্তু বাবা সেই টাকা দিতে না পারায় অভিমান করে তিনি নিজ শয়নকক্ষে ওড়না প্যাঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে কোনো অপরাধমূলক হস্তক্ষেপের আলামত পাওয়া যায়নি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
নিহতের পরিবার বলছে, হঠাৎ আর্থিক সংকটের কারণে ঋতু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্থানীয়রা এই ঘটনাকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করে দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।