
প্রণাম ব্যান্ডের অনন্য উদ্যোগ: দুর্গম পাহাড়ি অঞ্চলের ৪০ জন শিশুর হাতে পৌঁছাল পুজোর নতুন পোশাক
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
সনাতনী ভক্তিমূলক গান পরিবেশনের জন্য পরিচিত ব্যান্ড ‘প্রণাম’ দূর্গা পূজাকে সামনে রেখে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে।
ব্যান্ডটির বিশেষ টিশার্ট ক্যাম্পেইন থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার ৪০ জন সনাতনী ভাইবোনকে পুজোর নতুন জামাকাপড় উপহার দেওয়া হয়েছে।
ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পেইনটি শুধু টিশার্ট বিক্রি নয়; বরং সনাতনী সমাজের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।
টিশার্ট কিনে ক্যাম্পেইনে অংশ নেওয়া সমর্থকেরা বলেছেন, একটি টিশার্ট কেনা মানে শুধু পোশাক পাওয়া নয়, বরং দুর্গম এলাকার শিশু-কিশোর ও পরিবারের কাছে উৎসবের আনন্দ পৌঁছে দেওয়া।
স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ জানিয়েছেন, “এই ধরনের মানবিক কার্যক্রম কেবল সমাজের দুর্বল অংশকে সহায়তা করে না, বরং সনাতনী ঐক্যকে শক্তিশালী করে ও সাম্যের বার্তা ছড়িয়ে দেয়।” তারা প্রণাম ব্যান্ডের এই উদ্যোগকে সমাজের জন্য একটি প্রেরণাদায়ী উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান, যাতে আরও বেশি সুবিধাবঞ্চিত শিশু-পারিবারিক মানুষের কাছে উৎসবের আনন্দ পৌঁছায়।