


বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈদিক যজ্ঞ ও ভগবান শ্রী রামের আরাধনা
নিজস্ব প্রতিবেদক,HindusNews :
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং হিন্দু ছাত্র মহাজোটের গৌরব, ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ উদযাপিত হতে যাচ্ছে রাজধানী ঢাকায়। এ উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় ওয়ারীর শ্রী শ্রী রাম সীতা মন্দির প্রাঙ্গণে এক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বৈদিক যজ্ঞ, মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনা করা হবে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকায় অবস্থানরত হিন্দু মহাজোটের সদস্য এবং সকল সনাতনী ভক্তদের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছে।
কেন্দ্রীয় নেতারা জানান, হিন্দু মহাজোট ও হিন্দু ছাত্র মহাজোট প্রতিষ্ঠালগ্ন থেকে সনাতনী সমাজের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি তাদের জন্য গৌরবময়। তাই বৈদিক যজ্ঞ, মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং শ্রী রামচন্দ্রের আরাধনার মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের প্রার্থনা করা হবে।
শ্রী শ্রী রাম সীতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকরা আশা করছেন, সনাতনী সমাজের সক্রিয় অংশগ্রহণে মন্দির চত্বরটি ভক্তিমূলক ও সাংস্কৃতিক পরিবেশে মুখরিত হয়ে উঠবে।