
ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূ সঞ্জনা রাণীর মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
ঠাকুরগাঁও, ১৬ সেপ্টেম্বর: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ধর্মপুর গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রঞ্জনা রানী (২২) ওই গ্রামের সঞ্জয় বর্মণের স্ত্রী।
স্থানীয় পুলিশ ও পরিবারের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে রঞ্জনা রানী প্রতিদিনের মতো নিজ ঘর পরিষ্কার করছিলেন। হঠাৎ ঘরে ঢুকে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। কামড়ের সঙ্গে সঙ্গে রঞ্জনা রানী অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চেষ্টা সত্ত্বেও তাকে মৃত ঘোষণা করেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নাজমুল কাদের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পরিবারের সাথে কথা বলে আমরা প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করেছি। ঘটনা তদন্তাধীন রয়েছে।”
নিহতের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, রঞ্জনা রানী খুবই মমতাময়ী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন।
এই ঘটনায় স্থানীয় স্বাস্থ্য বিভাগও জনসাধারণকে সতর্ক করেছেন। তারা বলেন, “বিষাক্ত সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নিয়ে আসা জরুরি। এতে প্রাণ রক্ষা সম্ভব।”