
চাঁদা না দেওয়ায় এক হিন্দু বৃদ্ধ কৃষককে মারধর! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি!
রাজশাহী, ১৬ সেপ্টেম্বর: বাগমারা উপজেলার চাঁইসাড়া গ্রামে চাঁদা না দেওয়ায় নারায়ণ ভবানী (৫৫) নামে এক হিন্দু কৃষককে মারধর করেছে নবাব হোসেন ওরফে বাচ্চু (৩০)। মারধরে আহত নারায়ণ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, নবাব হোসেন, যিনি জাতীয়তাবাদী তাঁতী দলের গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণ ভবানীর কাছে সপ্তাহখানেক আগে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হুমকি দেন, ‘গ্রামে থাকতে হলে টাকা দিতে হবে, না দিলে সমস্যা হবে।’
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণ গ্রামের চালকল থেকে বাড়ি ফিরছিলেন। পথে নবাব হোসেন তার গতি রোধ করে চাঁদা বিষয়ে কৈফিয়ত চান। একপর্যায় ক্ষুব্ধ হয়ে তিনি নারায়ণ ভবানীকে মারধর করে চলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এই ঘটনায় চাঁইসাড়া গ্রামের শতাধিক হিন্দু নারী ও পুরুষ বাগমারা থানায় গিয়ে প্রতিবাদ জানান। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, নবাব হোসেনকে গ্রেপ্তার এবং গ্রামের নিরাপত্তার দাবি জানান। পুলিশের আশ্বাসে দুপুর আড়াইটায় তারা থানা ত্যাগ করেন।
আহত নারায়ণ ভবানী বলেন, “নবাব হোসেন সবসময় অস্ত্র হাতে রাখে। মামলা করতে ভয় পাই। আমি শুধু জমি চাষাবাদ করি, শহরে ছেলে পড়াই, তাই তিনি আমার ওপর চাঁদার টার্গেট হয়েছেন।”
চাঁইসাড়া গ্রামের লোকজন জানান, নবাব হোসেন উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার ক্যাডার হিসেবে পরিচিত এবং তিনি চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মামলার প্রক্রিয়া চলছে, নবাবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং গ্রামের নিরাপত্তা নিশ্চিত করা হবে।