
সৃষ্টি ও কর্মের আরাধনায় সারা দেশে ধুমধাম করে উদযাপিত হচ্ছে বিশ্বকর্মা পূজা।
সাগর কর্মকার,নিজস্ব প্রতিবেদক, HindusNews:
আজ সারা দেশে ধুমধাম ও উৎসাহের সঙ্গে পালিত হয়েছে বিশ্বকর্মা পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই পূজায় ভক্তরা বিশ্বকর্মা দেবের আরাধনা করেন, যাকে স্থাপত্য, শিল্প, কারিগরি ও প্রযুক্তির দেবতা হিসেবে গণ্য করা হয়।
প্রথা অনুযায়ী, শিল্প কারখানা, কারখানার যন্ত্রপাতি, দোকানপাট, নৌকা, গাড়ি, এমনকি অফিসের সকল সরঞ্জামাদি সজ্জিত করে বিশ্বকর্মা দেবের পূজা করা হয়। বিশেষভাবে কারিগর, মেকানিক, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে এই পূজার তাৎপর্য অনেক বেশি।
আজ সকাল থেকেই মন্দির ও পূজামণ্ডপগুলো ভক্তদের সমাগমে মুখরিত ছিল। পূজার পর ভক্তরা প্রসাদ বিতরণে অংশ নেন এবং ভক্তিমূলক সংগীতের মাধ্যমে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেন। বিভিন্ন জায়গায় প্রতিমা স্থাপন ছাড়াও মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিশ্বকর্মা পূজার মূল প্রতীক হলো—সৃষ্টি ও উৎপাদনশীলতার প্রতি শ্রদ্ধা। এই পূজার মাধ্যমে মানুষ নিজের কর্মক্ষেত্রে সাফল্য, উন্নতি ও কল্যাণ কামনা করেন। বিশেষভাবে কারিগর ও শ্রমজীবী সম্প্রদায় এই দিনটিকে তাদের পেশাগত গৌরব ও প্রেরণার প্রতীক হিসেবে দেখেন।