
চট্টগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা
তন্ময় মালাকার,চট্টগ্রাম প্রতিনিধি, HindusNews :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে চট্টগ্রাম জেলা পুলিশ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে। জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পুলিশ সুপার মহোদয় পূজা মণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার। তিনি বিশেষভাবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করে প্রচার করার গুরুত্ব তুলে ধরেন এবং ভুল তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।
পুলিশ সুপার আরও বলেন, “দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সতর্ক সংবাদ প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যাতে তথ্য সংগ্রহ করে জেলা পুলিশকে সহযোগিতা করেন, সেদিকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং সকলকে সুরক্ষা ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য সচেতন থাকার পরামর্শ দেন।