
সিলেটে দুই বছরের শিশু ধর্ষণের শিকার! হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
সিলেটের মোগলাবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে ঘটে যাওয়া এ ঘটনায় শিশুটি বর্তমানে গুরুতর শারীরিক অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।
শিশুটির মা জানান, ঘটনার পর থেকেই তার মেয়ে অস্বাভাবিক আচরণ করছে এবং সারাক্ষণ কান্নাকাটি করছে। পরে সোমবার শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শারীরিক পরীক্ষা শেষে ঘটনাটিকে যৌন নির্যাতন হিসেবে চিহ্নিত করেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ এবং বিষয়টি পুলিশ কেস হিসেবে নথিভুক্ত করা উচিত। পরিবারকে থানায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
শিশুটির বাবা জানান, গত ১০ আগস্ট এ ঘটনার পর একজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসেছিলেন। সে সময় স্থানীয় মুরুব্বিরা পুলিশের সঙ্গে কথা বললে কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে যায়।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান HindusNews-কে বলেন, “এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তবে যদি কোনো পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে থেকেও ব্যবস্থা না নিয়ে থাকে, তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের ভয়াবহ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি এবং শিশুর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সক্রিয় ভূমিকা রাখা উচিত।