
আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের হামলার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক,HindusNews :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “দুর্গাপূজা আমাদের একটি অন্যতম বড় উৎসব। এখানে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। বাইরে থেকে নানা ধরনের নেতিবাচক কথাবার্তা শোনা যায়, কিন্তু সেসবের কোনো ভিত্তি নেই। মানুষকে বিভ্রান্ত না হয়ে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে আহ্বান জানাই।”
পূজা উদযাপন উপলক্ষে সরকারের বাড়তি সহায়তার কথাও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিগত বছরগুলোতে সারাদেশে পূজা উদযাপনের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ ছিল। এবার সেটি বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পূজা মণ্ডপের সংখ্যাও বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।”
তিনি আরও জানান, পূজা উদযাপনে নির্বিঘ্ন নিরাপত্তা দিতে একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে পূজা উদযাপনকারী ও আয়োজকরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
পূজা উদ্যাপনকারীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হবে।