
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মীরসরাই প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মীরসরাই প্রতিনিধি, HindusNews:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, মীরসরাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আদনান মাহমুদ, মীরসরাই সেনা ক্যাম্পের প্রতিনিধি মো. হাসান, জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, মীরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে এবং উপজেলার বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার সাধারণ জনগণের সহযোগিতার মাধ্যমে যেন সব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত হয়, প্রশাসন সেদিকে লক্ষ্য রাখবে।
ইউএনও সোমাইয়া আক্তার সভায় বলেন, “দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এর নিরাপদ আয়োজন নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থা পূজার সময় সক্রিয় থাকবে।”
সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ফায়ার সার্ভিস ও চিকিৎসা সহায়তার প্রস্তুতি, মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষের সহযোগিতায় মীরসরাইয়ের সব পূজামণ্ডপে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে।