
বাংলাদেশের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক সেমিনারে যোগ দিচ্ছেন অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক
ঢাকাঃ
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় ও জাতীয় নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করবেন। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয়— বিশ্বের সকল দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠা।
বাংলাদেশের হিন্দু সমাজের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এ সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। দীর্ঘদিন ধরে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে লড়াই করে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের হিন্দুদের ন্যায্য দাবি ও অবস্থান তুলে ধরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এক বিবৃতিতে অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছে— তিনি আমাদের গর্ব, আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর। আন্তর্জাতিক অঙ্গনে দাদাশ্রীর দৃঢ় অবস্থান বাংলাদেশি হিন্দুদের অধিকারের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখবে।
বাংলাদেশের হিন্দু সমাজ আশা করছে, এবারের আন্তর্জাতিক সম্মেলনে অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বক্তব্য সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।