
পুরীর শ্মশানে দাহের আগমুহূর্তে জীবিত হয়ে উঠলেন ৮৬ বছরের বৃদ্ধা
HindusNews,আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে শ্মশানে দাহ করার ঠিক আগমুহূর্তে জীবিত হয়ে উঠেছেন ৮৬ বছরের এক বৃদ্ধা। এ ঘটনায় দাহ কাজে আসা স্বজন ও শ্মশানের কর্মীরা স্তম্ভিত হয়ে যান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের বরাত দিয়ে জানা যায়, ওই বৃদ্ধার নাম পি. লক্ষ্মী। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। সম্প্রতি তিনি মেয়ের জামাইয়ের বাড়ি ওড়িশার গঞ্জাম জেলার পোলাসারা এলাকায় বেড়াতে এসেছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করে জ্ঞান হারালে স্বজনরা তাকে মৃত ভেবে নেন। উপস্থিত সবাই তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেছে বলে ধরে নেন এবং কান্নাকাটি শুরু হয়।
পরিবারের সদস্যরা মৃত্যুসনদ ছাড়াই তাকে পুরীর বিখ্যাত স্বর্গদ্বার শ্মশানে নিয়ে যান দাহ করার জন্য। শ্মশানের ম্যানেজার ব্রজ কিশোর সাহু জানান, “আমরা পরিবারকে বলি মৃত্যুসনদ ছাড়া দাহ করা যাবে না। এ নিয়ে কথাবার্তা চলাকালীন নিরাপত্তারক্ষী লক্ষ্য করেন যে ওই নারী আসলে শ্বাস নিচ্ছেন।”
এরপর শ্মশানের কর্মীরা দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে পুরীর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, বৃদ্ধার হৃদযন্ত্র ও কিডনি সচল থাকলেও মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং তাকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
এদিকে এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা প্রশ্ন ও মন্তব্য করছেন। কেউ বলেছেন, “মৃত্যু নিশ্চিত হওয়ার প্রক্রিয়ায় আরো সচেতন হওয়া উচিত।” আবার কেউ কেউ এই ঘটনাকে “চোখ খুলে দেওয়ার মতো” বলে মন্তব্য করেছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, এখনো বৃদ্ধা বেঁচে আছেন এবং তার সার্বিক শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।