
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন তারেক রহমান।
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট ও দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, “শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসছে। এ উপলক্ষে আমি আমাদের সব হিন্দু ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই উৎসব যেন বাংলাদেশে আনন্দ, শান্তি ও ঐক্য বয়ে আনে—এই কামনা করি।”
তিনি আরও উল্লেখ করেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দেশে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে পারস্পরিক সৌহার্দ্য ও সব ধর্মের মানুষের সহযোগিতার মাধ্যমে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার এই ঐতিহ্যই বাংলাদেশের অন্যতম বড় শক্তি, আর এই শক্তিকে অবশ্যই রক্ষা করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্মীয় উৎসবকে ঘিরে রাজনৈতিক বিভাজন সৃষ্টির চেষ্টার বিষয়ে সতর্ক করে বলেন, “সব সময়ই কিছু লোক থাকে, যারা রাজনৈতিক স্বার্থে আমাদের বিভক্ত করার চেষ্টা করে। ধর্মীয় উৎসবের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এসব প্রচেষ্টা কেবল লজ্জাজনকই নয়, বাংলাদেশের মৌলিক মূল্যবোধের ওপরও আঘাত।”
এছাড়া তিনি বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলোকে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। “হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশের সব নাগরিকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার নিশ্চিত করতে হবে,”—যোগ করেন তিনি।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতেও তারেক রহমান একই বার্তা দেন। তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা সমাগত। ঐতিহ্যগতভাবে সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে।”
বিগত সময়ে স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। “সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে,”—বলেছেন তারেক রহমান।
তিনি আরও বলেন, “এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টকারী যেকোনো ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট।”
বিএনপি ও সব সহযোগী সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের সহায়তায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান তিনি।