আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা

1 day ago
VIEWS: 30

নিজস্ব প্রতিবেদক, HindusNews:

আসন্ন শারদীয় দূর্গাপুজা-২০২৫ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন পূজা মণ্ডপের কমিটির সদস্যবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির এক মিলনমেলা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই উৎসব উদযাপনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “আমরা চাই চুয়াডাঙ্গার প্রতিটি পূজা মণ্ডপে উৎসবের আনন্দ অক্ষুণ্ন থাকুক এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।”

তিনি আরও জানান, প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, জরুরি বহির্গমন পথ খোলা রাখা এবং ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়:

নিরাপত্তা ব্যবস্থা: প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা থাকবে।

ট্রাফিক ব্যবস্থাপনা: পূজার দিনগুলোতে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। বিশেষ করে প্রতিমা বিসর্জনের সময় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হবে।

স্বাস্থ্য ও জনস্বাস্থ্য: সিভিল সার্জন অফিস থেকে পূজামণ্ডপগুলোতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, মণ্ডপের আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পৌরসভা ও স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিসর্জন: প্রতিমা বিসর্জন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই সাথে বিসর্জনের স্থানগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নৌ-নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ: পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের বেলায় যাতে লোডশেডিং না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ তাদের সমস্যা ও প্রস্তুতির কথা তুলে ধরেন। তারা বলেন, প্রশাসনের সহযোগিতায় গত বছর পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে এবং এবারও একই প্রত্যাশা করছেন।

সভার শেষে জেলা প্রশাসক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা থাকলে এবারের দুর্গাপূজা চুয়াডাঙ্গায় এক নতুন মাত্রা যোগ করবে। এটি শুধু একটি উৎসব নয়, বরং আমাদের সম্প্রীতি ও সংস্কৃতির প্রতিফলন হবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন