দুর্গাপূজা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

1 day ago
VIEWS: 29

ঢাকা প্রতিনিধি ,HindusNews :

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি জানান, দুর্গাপূজাকে সামনে রেখে প্রাকপূজা, পূজা চলাকালীন সময় এবং প্রতিমা বিসর্জনের পরবর্তী সময়—এই তিন ধাপে পুলিশের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যেই পূজাকেন্দ্রিক পুলিশের বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে উদযাপিত হবে।

সভায় জানানো হয়, পূজাকেন্দ্রিক যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকবে। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয় যে কোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য।

আইজিপি পূজা উদযাপন পরিষদের প্রতি আহ্বান জানান প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা সক্রিয় রাখা এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

তিনি আরও বলেন, দুর্গাপূজা চলাকালে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্য, সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স ও দেশের অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের ৩১ হাজার ৫৬৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন