
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু ছাত্র মহাজোটের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
ঢাকা প্রতিনিধি, HindusNews :
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং হিন্দু ছাত্র মহাজোট গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। অনুষ্ঠানটি কেন্দ্রীয় কার্যালয় শ্রী শ্রী রাম সীতা মন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদীপ প্রজ্বলন, বৈদিক যজ্ঞ এবং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট, যুব মহাজোট, মহিলা মহাজোট এবং স্বেচ্ছাসেবক মহাজোটের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের দীর্ঘায়ু, মঙ্গল ও সফল নেতৃত্বের জন্য পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করা হয়। ধর্মীয় আয়োজনের পাশাপাশি নেতৃবৃন্দ মিলিত হয়ে সংগঠনের অতীত অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় এবং এটি হিন্দু সম্প্রদায়ের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।