
মাদারীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর (শিবচর) |
সাগর কর্মকার,HindusNews :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে মাদারীপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা পুলিশ সুপার পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং স্থানীয় প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও দুর্গাপূজার সময় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করবে বলে জানানো হয়। বক্তারা পূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।