শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ছাত্র মহাসংঘের দপ্তর সম্পাদক শান্ত পালের শুভেচ্ছা

23h ago
VIEWS: 74

নিজস্ব প্রতিবেদক,HindusNews:

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক শান্ত পাল ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীর প্রতি শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় শান্ত পাল বলেন, “দুর্গাপূজা ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। এই উৎসব সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়।”

দেশব্যাপী পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতি। আইন-শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে থাকবে নানান সাংস্কৃতিক কর্মসূচি, ধুনুচি নাচ, শঙ্খধ্বনি প্রতিযোগিতা ও সনাতনী আচার-অনুষ্ঠান।

২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন