
দুর্গাপূজা ঘিরে পাশ্ববর্তী দেশ মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, HindusNews
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে অধিনায়ক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি জায়গায় হয়তো ছোটখাটো কোনো ঘটনা ঘটতে পারে, সেটা অসাবধানতাবশতও হতে পারে। তবে প্রতিটি পূজামণ্ডপে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে।”
তিনি পূজা উদযাপন কমিটিগুলোকেও নিরাপত্তা নিশ্চিতে আরও সক্রিয় ও সতর্ক হওয়ার আহ্বান জানান।
উপদেষ্টা আরও বলেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের একটি ঘটনা নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। “তারা মিথ্যা সংবাদ প্রচার করছে। ফলে এসব মিথ্যা সংবাদের বিপরীতে আপনাদের (সাংবাদিক) পাল্টা সত্য সংবাদ প্রচার করতে হবে,” বলেন তিনি।
এছাড়া পূজার আগেই গাজীপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
র্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনীতে অবসরপ্রাপ্তদের নিয়োগ নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রের প্রয়োজনেই দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।