
গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের মনিটরিং মিটিং
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মনিটরিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় জেলার পাঁচটি থানার ওসি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এবং বেশ কয়েকটি সনাতনী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ সেল গঠন করা হচ্ছে, যা পূজার সময় মাঠপর্যায়ে কাজ করবে।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন মন্ডল, পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা। তারা জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পূজার সময় সম্ভাব্য সমস্যাগুলি ও সমাধান নিয়ে আলোচনা করেন।
সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধ ও পূজার সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।