দুর্গাপূজা ঘিরে পরাজিত শক্তি ষড়যন্ত্র করলে বিএনপি রুখে দেবে: দুলু

14h ago
VIEWS: 32

নিজস্ব প্রতিবেদক, HindusNews:

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যদি কোনো পরাজিত শক্তি ষড়যন্ত্র বা চক্রান্ত করে, তবে বিএনপির নেতাকর্মীরা তা রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন, “আমরা বহুবার দেখেছি, দুর্গাপূজার সময় একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা সৃষ্টি করে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তারা এই আতঙ্ক তৈরি করে, আর ক্ষমতায় থাকলে বলে জঙ্গি হামলা হবে। আসলে বাংলাদেশে তো জঙ্গি নেই, এসব কথা বলে শুধু মানুষের মনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়।”

হিন্দু সম্প্রদায়ের নেতাদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, “ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় বিএনপি কাজ করবে। নাটোরসহ সারা দেশে বিএনপি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবে।”

দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে নাটোরের বিভিন্ন জুয়েলার্সের দোকানে ডাকাতি হয়েছে, হিন্দু মেয়েদের অপহরণ করা হয়েছে—দিবালোকে এসব ঘটনা ঘটেছে। কিন্তু বিএনপি ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন নাটোরে এ ধরনের কোনো অপকর্ম হয়নি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, যুবদল সভাপতি এ. হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডভোকেট খগেন্দ্রনাথ রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দসহ আরও অনেকে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন