
ভারত-চীন সীমান্তে স্থাপিত হবে ভগবান পরশুরামের ৫১ ফুট উঁচু ভাস্কর্য।
HindusNews ডেস্ক :
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্তের নিকটবর্তী পবিত্র লোহিত নদীর উৎসস্থল পরশুরাম কুণ্ডে স্থাপিত হতে যাচ্ছে ভগবান পরশুরামের ৫১ ফুট উচ্চতার মহিমান্বিত ভাস্কর্য। স্থানীয় প্রশাসন ও ধর্মীয় সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই ভাস্কর্য নির্মাণকাজ শুরু হয়েছে।
পরশুরাম কুণ্ড হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে স্নান করে পুণ্যলাভ করেন। এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানটিকে আরও তাৎপর্যপূর্ণ করতে মহর্ষি পরশুরামের বিশাল ভাস্কর্য স্থাপন করা হচ্ছে।
এই ভাস্কর্যটি তৈরি হলে তা শুধু তীর্থযাত্রীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে না, বরং ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠবে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই উদ্যোগের ফলে ধর্মীয় পর্যটন বাড়বে এবং এলাকার অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উদ্যোক্তারা জানান, ভক্তি, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির মহিমান্বিত প্রতীক হিসেবে এই ভাস্কর্য সমগ্র দেশের গর্বের প্রতিচ্ছবি হবে। নির্মাণকাজ সম্পন্ন হলে এটি ভারতের অন্যতম উঁচু ধর্মীয় ভাস্কর্য হিসেবে তালিকাভুক্ত হবে।