
চট্টগ্রামে মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের প্রাথমিক পরিচিতি সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি, HindusNews :
প্রবর্তক মহাকাল ভৈরব বাড়িতে মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় টিমের প্রাথমিক পর্যায়ের পরিচিতি সভা ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে এখানে যোগ করা যাবে) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মহাকাল ভক্ত ও ফাউন্ডেশনের সক্রিয় সদস্যরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবর্তক মহাকাল ভৈরব বাড়ির সেবায়েত মহারাজ শ্রীযুক্ত মন্টি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নয়ন চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সহকারী টিম লিডার সঞ্জয় দে।
এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিটির টিম লিডার প্রান্ত ভট্টাচার্য, সহকারী টিম লিডার অভিষেক ব্যানার্জি, প্রেস সচিব সাগর দেবনাথ, অর্থ সচিব ধ্রুব দে সহ অন্যান্য অনেক সদস্য সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশন একটি সামাজিক ও সেবাধর্মী সংগঠন হিসেবে সনাতনী সমাজের কল্যাণে কাজ করছে। চট্টগ্রাম বিভাগে সংগঠনটির কার্যক্রম শক্তিশালী করার জন্য এই প্রাথমিক পরিচিতি সভার আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবামূলক ও সাংগঠনিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের সদস্যরা মহাকাল ভক্তদের এই সুন্দর যাত্রাপথে একে অপরকে শুভকামনা জানান এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।