
দুর্গাপূজায় ২৯ জেলাকে ‘ঝুঁকিপ্রবণ’ বলছে নাগরিক প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’।
নিজস্ব প্রতিবেদক,HindusNews :
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশের ২৯টি জেলাকে ‘ঝুঁকিপ্রবণ’ হিসেবে চিহ্নিত করেছে নাগরিক সমাজের নবগঠিত প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’। গত এক দশকে পূজা বা অন্যান্য সময়ে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, শোভাযাত্রা কিংবা সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলার ঘটনা বিশ্লেষণ করে এই ঝুঁকির মানচিত্র তৈরি করা হয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মসজিদ, মন্দির, মাজার, আখড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার কার্যকরভাবে রক্ষার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম কাজ করছে। লিখিত বক্তব্যে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ঝুঁকিপ্রবণ জেলার তালিকা প্রকাশ করেন লেখক ও গবেষক মীর হুযাইফা আল-মামদূহ। তাঁর দেওয়া তথ্যে দেখা যায়, দেশের ২৯টি জেলাকে ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এর মধ্যে পাঁচটি জেলা উচ্চ ঝুঁকিতে রয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালী।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত দশকে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে তা থেকে শিক্ষা নিয়েই এই মানচিত্র তৈরি করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে সম্ভাব্য অশান্তি বা হামলার ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নাগরিক সমাজকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সম্প্রীতি যাত্রা জানায়, তারা কেবল দুর্গাপূজা নয়, দেশের সব ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার জন্য কাজ করবে। পূজাকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।